জুয়েল খান, ফেঞ্চুগঞ্জ : ভরা যৌবনার কুশিয়ারার দুধারে অগণিত নারী-পুরুষ-শিশু। সবার চোখ নদীর বুকে। তালে তালে বৈঠার টানের সাথে বাতাসে ভাসছে সারিগান। দুরন্ত গতিতে ছুটে চলা নানান রঙের নৌকা দেখে বারবার অযুত কন্ঠে উচ্চারিত হচ্ছিল বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালাজয়ী পংক্তিমালা, ‘কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়।’
রবিবার ১৪ সেপ্টেম্বর সিলেটের ফেঞ্চুঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের এই দৃশ্য উপজেলাবাসীকে দারুণভাবে নাড়া দিয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা নৌকাবাইচ পরিচালনা কমিটি এর আয়োজন করে। 'পূবালী' ও 'ময়ূরপঙ্খি' নামে দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘কোন মেস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খি নায়’
Monday, September 15, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment