আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ওয়াপদা অফিসের সামনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জাহির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহির মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাদকারা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, ভোরে ওই এলাকায় একটি অটোরিকশা পেছন দিক থেকে জাহির মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স’ানীয়রা এ অবস্থায় জাহিরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদনে-র জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
No comments:
Post a Comment