আমাদের সিলেট ডটকম:
কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়পার্টির নতুন আহবায়ক কমিটি গঠন করা নিয়ে কর্মীসভায় বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, হাতাহাতি, চেয়ার ছুড়াছুড়ি ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট ডাকবাংলো হলরুমে উপজেলা ও পৌর জাপার কমিটি গঠন উপলক্ষ্যে কর্মী সভার আয়োজন করা হয়। সভায় জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশির, সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টুসহ জেলা নেতৃবৃন্দের উপসি’তিতে এক পর্যায়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে জাপার নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও চরম বিশৃঙ্খলা শুরু হয়। এ সময় চেয়ার ছুড়াছুড়ি ও একে অন্যকে শায়েস্তা করার জন্য হাতাহাতিতে লিপ্ত হন। এতে বেশ কয়েকজন জাপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী শারীরিক নির্যাতনের শিকার হন। এক পর্যায়ে জেলা জাপার নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় কর্মীসভা শুরু হয়। সভার সভাপতি জেলা জাপার সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু তার বক্তব্যে বলেন, জাতীয়পার্টির অগ্রযাত্রা দেখে ষড়যন্ত্রকারীরা ঈর্ষান্বিত হয়ে পড়েছে। জাপাকে শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে নেতাকর্মীদের কাজ করতে হবে। শীঘ্রই উপজেলা ও পৌর জাতীয়পার্টির আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে তিনি জানান। বিভিন্ন ইউনিয়নের জাপার নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কানাইঘাট জাতীয়পার্টিতে ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা হচ্ছে। মৌসুমী নেতাদের দলে আবির্ভাবের কারণে পার্টিতে আজ এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সিলেট-৫ আসনে জাপার এমপি সেলিম উদ্দিন নির্বাচিত হওয়ার পর হালুয়া-রুটির ভাগবাটোয়ারার আশায় পরিক্ষিত নেতারা আজ পার্টিতে উপেক্ষিত। ত্যাগী ও পরিক্ষিত নেতাদের সমন্বয়ে উপজেলা ও পৌর জাতীয়পার্টির কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান তারা।
কানাইঘাটে জাপার কর্মিসভায় হট্টগোল ॥ হাতাহাতি-ভাঙ্গচুর
Friday, September 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment