জিয়ার নামে নামফলক লাগানো হয়েছে আনুষ্ঠানিকতা বাকি শিকাগো সিটি কর্তৃপৰের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগের মামলা

Sunday, September 14, 2014

নিউইয়র্ক থেকে এনা: বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণ করায় যুক্তরাষ্ট্রের ইলিনয়স রাজ্যের শিকাগো সিটি কর্তৃপৰের বির্বদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। শিকাগোর বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পৰে একজন এটর্নির মাধ্যমে গত ১২ সেপ্টেম্বর (স্থানীয় সময়) শুক্রবার মামলাটি দায়ের করেন। অন্যদিকে জিয়াউর রহমানের নামে সড়ক নামকরণের বিষয়টির এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। কারণ ইতিমধ্যেই সড়কে নেমপেৱট লাগানো হয়েছে।

এদিকে জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে একই দিন বিকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিকাগো সিটি মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা শিকাগো সিটি হলের সামনে বিৰোভ প্রদর্শন করে। এসময় তারা জিয়াউর রহমানকে একজন স্বৈরশাসক বলে উলেৱখ করেন।

শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সেখানকার একটি সড়কের নাম জিয়াউর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় রোববার ওই সড়কের নামফলক আনুষ্ঠানিভাবে উদ্বোধন করার কথা। নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র বিএনপির শতাধিক নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। উদ্বোধনের পর রাতে স’ানীয় বিএনপি সেখানে একটি আনন্দ সমাবেশও করবে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, শিকাগো সিটিতে কোনো বিতর্কিত ব্যক্তির নামে সড়কের নাম বা স্মৃতিচিহ্ন স্থাপনা করার বিধান রয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান একজন বিতর্কিত ব্যক্তি। শুধু বিতর্কিত নন, জিয়াউর রহমান অবৈধভাবে ৰমতা দখলকারী একজন সামরিক স্বৈরশাসকও ছিলেন। তার বির্বদ্ধে সামরিক ক্যুসহ বহু হত্যাকান্ডের অভিযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ আদালত জিয়াউর রহমানের শাসনামলকে অবৈধ ঘোষণা করেছেন। তিনি আরো জানান,স্থানীয় বিএনপির লোকজন ইতিহাস বিকৃত করে ও মিথ্যা তথ্য দিয়ে জিয়ার নামে সড়কের নামকরণের আবেদন করেছেন। আমরা সিটি মেয়রের বরাবরে প্রয়োজনীয় তথ্যসহ একটি স্মারকলিপি দিয়েছি। সিটি কর্তৃপৰ বিষয়টি অনুসন্ধান করবেন এবং পরবর্তী পদৰেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সভাপতি সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ ও আবুল কাসেম, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী ও আব্দুস সামাদ আজাদ, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র কার্যকরী সদস্য শাহানারা রহমান, কার্যকরী সদস্য টিটু রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাখাওয়াত বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, ব্রকলিন আওয়ামী লীগ সভাপতি নজর্বল ইসলাম প্রমূখ। এছাড়া স’ানীয় ব্যক্তিবর্গের মধ্যে উপসি’ত ছিলেন মনির চৌধুরী, শামসুল ইসলাম, বর্ষণ ইসলাম, শাগ শওকতুল আলম, আলম চৌধুরী, ওয়াহেদ আহমদ প্রমূখ।

এদিকে ‘জিয়াউর রহমান ওয়ে’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা শিকাগো যাচ্ছেন। ইমিধ্যে তাদের অনেকেই শিকাগো পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিলৱুর রহমান জিলৱু এনাকে জানান, জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারও ছিলেন। এছাড়া জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এ কারণেই একজন মহান ব্যক্তি হিসাবে হিসাবে তার নামে শিকাগো সিটির একটি সড়কের নামকরণ করাা হয়েছে। রোববার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সেখানকার মেয়র ও কাউন্সিলররা। তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইমিধ্যে তিনিনহ অনেকেই শিকাগো পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিলৱুর রহমান জিলৱুর, সোহরাব হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, সাঈদুর রহমান সাঈদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ওই অনুষ্ঠানে যোগ দেবেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License