রেডিওতে রায় শুনে প্রার্থনা করলেন সাঈদী

Wednesday, September 17, 2014

শীর্ষ নিউজ, ঢাকা : গাজীপুরের হাইসিকিউরিটি কাশিমপুর পার্ট-১ কারাগারে এফএম রেডিওতে নিজের মামলার রায় শুনেছেন জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। এ সময় তার পাশে তার দুই সেবক ছিলেন। রায় শোনার আগে এবং পরে তিনি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।নাম প্রকাশে অনিচ্ছুক কাশিমপুর কারাগারের এক ডেপুটি জেলার শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ‘কারাগারে হাজতি এবং কয়েদিদের এফএম রেডিও শোনার সুযোগ আছে। এছাড়াও বিটিভিও দেখতে পারেন তারা। সাঈদী সাহেব সকাল থেকেই এফএম রেডিওতে কান পেতে ছিলেন। সকালে রায় ঘোষণার পরপরই তিনি তা শুনতে পেরেছেন। এসময় তার পাশে দুই সেবক ছিলেন। যারা তাকে দেখাশোনা করেন।’


ডেপুটি জেলারকে সাঈদীর এক সেবক তথ্যটি জানিয়েছেন বলেও তিনি জানান।


এ বিষয়ে কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন ডন বলেন, ‘আমরা যেহেতু এখনো রায়ের কপি পাইনি। তাই তাকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। তবে তিনি রেডিও এবং টেলিভিশনে রায় শুনেছেন।’


এ রায়ের ফলে কনডেম সেল থেকে সাধারণ কয়েদি সেলে চলে আসবেন সাঈদী। রায়ের কপি হাতে পেলেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার।


প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় বুধবার সকালে ঘোষণা হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এতে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License