আমাদের সিলেট ডটকম:
‘মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আপিলের চূড়ান্ত রায়ে ‘আমৃত্যু কারাদণ্ড’ প্রদানের প্রতিবাদে ৪৮ ঘণ্টার ডাকা হরতালের ২য় দিন রোববার শুরু হয়েছে। কোনো পিকেটিং না করলেও সিলেটে হরতালের শুরুতে রোববার ভোরে সিলেট জামায়াত-শিবির নগরীতে পুলিশের চোখ ফাকি দিয়ে একটি সংৰিপ্ত মিছিল করেছে।
আমাদের সিলেট ডটকম’র প্রতিবেদক প্রত্যৰদর্শীদের বরাত দিয়ে জানান, রোববার ভোর ৬টা থেকে হরতাল শুরু হওয়ার ঘন্টাখানেক পর জামায়াত-শিবিরের ২৫-৩০ নেতাকর্মী নগরীর দরগাহ গেইট এলাকায় এ মিছিল বের করেন। তৎৰণাৎ পরে পুলিশ মিছিলস্থলে উপস্থিত হলে তারা স্থান ত্যাগ করেন। তবে সকাল সাড়ে ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত কোথাও কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। জানা গেছে, সকাল থেকে সিলেট কমদতলী বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে সিলেট রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে। এদিকে, হরতালে সকল ধরণের নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বিজিবিও টহল দিচ্ছে নগরী ও শহরতলিতে।
জামায়াত-শিবিরের হরতালের ২য় দিন শুরুতে সিলেটে ‘সংক্ষিপ্ত’ মিছিল
Saturday, September 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment