আমাদের সিলেট ডটকম:
সিলেটের আলোচিত হত্যাকান্ড সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ৪র্থ বর্ষের শিৰার্থী ও কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় বর্বরভাবে খুন করায় দায়েরকৃত মামলার প্রধান আসামি কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দে কারামুক্তি লাভ করেছেন।
সিলেট মহানগর ছাত্রলীগের একটি সূত্র জানায়, হাইকোর্ট থেকে বৃহস্পতিবার জামিন নেয়ার পরিপ্রেৰিতে রোববার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সৌমেন। তবে নির্ধারিত পরবর্তী তারিখে আদালতে হাজিরা না দিলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৪ জুন সন্ধ্যারাতে ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪র্থ বষের্র ছাত্র এবং কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামকে ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নং কক্ষে পিটিয়ে মারাত্মক আহত করে কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ওসমানী হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় নিহতের চাচা আনোহার হোসেন সৌমেনসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মীর নামোল্লেখ করে ২০ জনকে আসামি করে মামলা করেন। এজাহার নামীয় ১০ জন ছাত্রকে কলেজ থেকে বহিস্কারও করা হয়।
এদিকে, ছাত্রদল নেতা তৌহিদ হত্যা মামলায় ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) ছাত্রলীগের সভাপতি সৌমেন দেকে ৮ জুন রাত ১০ টায় সিলেট রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আন্ত:নগর উপবন এক্সপ্রেসে ট্রেনে সৌমেন দে সিলেট ত্যাগ করার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালির পুলিশ তাকে গ্রেফতার করেন।
ওসমানী মেডিক্যাল শিক্ষার্থী খুনের প্রধান আসামির জামিন
Sunday, September 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment