আমাদের সিলেট ডটকম:
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে শেবুল মিয়া নামের একজন যুবক নিহত। নিহত শেবুল ওসমানীনগর উপজেলার ব্রাহ্মনগ্রামের আবদুল আজিজের ছেলে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দুইজন। আহতরা হলেন- একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরহাদ আহমদ (২০) ও উমর আলীর ছেলে সাদিক মিয়া (৩০)। দুর্ঘটনার সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর প্রায় ১ ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
ওসমানীনগর থানাপুলিশ সূত্রে জানা গেছে, ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা তাজপুর অতিক্রমকলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও দুইযাত্রী গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশা যাত্রী শেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এ ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানায়।
ওসমানীনগরে গাড়ি দুর্ঘটনায় ৩ জন হতাহত
Saturday, September 20, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment