আমাদের সিলেট ডটকম:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আপীল মামলার রায় কালই ঘোষণা হতে পারে। ইতোমধ্যে একাধিক সূত্র নিশ্চিত করেছে আদালতের আগামীকালের কার্য তালিকার শীর্ষে রয়েছে মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত এ মামলা রায়ের বিষয়টি। ফলে, কালই যে রায় হচ্ছে তা অনেকটা নিশ্চিত। কিন্তু, চাঞ্চল্যকর এই রায় ঘোষণার তারিখ নির্ধারিত হলেও এর প্রতিবাদে কোন কর্মসূচি দেয়নি জামায়াত।
রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত হলেও সিলেট বা দেশের কোথাও জামায়াত-শিবির নেতাকর্মীদের পক্ষ থেকে কোন কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। আগামীকালও কোন কর্মসূচি ঘোষণার খবর পাওয়া যায়নি জামায়াতের পক্ষ থেকে। সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, যদি ওয়ান পার্সেন্টও ন্যায় বিচার হয়, তাহলে বেকসুর খালাস পাবেন মাওলানা সাঈদী। রায় ঘোষণার প্রতিবাদে কোন কর্মসূচি আসছে কি-না জানতে চাইলে তিনি বলেন, স্থানীয়ভাবে কোন কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে,রায় দেখে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মাওলানা সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে ও পরে দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় জামায়াত শিবিরসহ সাঈদী ভক্তরা। বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে গিয়ে প্রায় শতাধিক জামায়াত শিবির নেতাকর্মী ও সাঈদী ভক্তরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে মারা যান। কিন্তু, এবার আপীল বিভাগের রায় ঘোষণার তারিখ নির্ধারণ হলেও জামায়াতের পক্ষ থেকে কোন কর্মসূচি দেয়া হয়নি।
সিলেটে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, মাওলানা সাঈদীর আপীলের রায় ঘোষণার প্রেক্ষিতে সম্ভাব্য যে কোন পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় পুলিশ প্রশাসনের পৰ থেকে বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। আগামীকাল সকাল থেকেই নগরীর প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি, সাদা পোশাকের পুলিশ ও র্যাব সদস্যরা মাঠে থাকবে।
সাঈদীর মামলা রায় কাল; নীরব জামায়াত
Tuesday, September 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment