জৈন্তাপুরে প্রতিপক্ষের ধাওয়ায় সংবর্ধনা নিতে পারলেন না প্রবাসী জাপা নেতা
নিজস্ব প্রতিবেদক : বেরসিক প্রতিপক্ষের ধাওয়ায় শেষপর্যন্ত নিজের চ্যালা-চামুণ্ডাদের দিয়ে আয়োজিত সংবর্ধনা না নিয়েই জাতীয় পার্টির প্রবাসী নেতা এটিইউ তাজ রহমান পালিয়ে গেলেন।
জাতীয় পার্টির প্রবাসী নেতা এবং সিলেট-৪ আসনের প্রার্থী ও সমন্বয়ক দাবিদার এটিইউ তাজ রহমান ঈদের পরদিন বৃহস্পতিবার ১৭ অক্টোবর ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য জৈন্তাপুর উপজেলায় যান। নিজের সমর্থক চিহ্নিত কিছু লোককে দিয়ে তাৎক্ষণিক আয়োজন করান তার সংবর্ধনার। তবে সংবর্ধনা অনুষ্ঠানের খবর খুব বেশি প্রচার করা হয়নি। এরপরও জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে খবরটি পৌঁছে যায়।
ইদিন সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর রাজবাড়িতে ইরা দেবী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কার হয়। অন্যদিকে একই সময় রাজবাড়ির সামনে উপজেলা স্বেচ্ছাসেবক পাটির উদ্যোগে শুরু হয় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এ অনুষ্ঠান চলাকালে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এটিইউ তাজ রহমান রাজবাড়ির কাছাকাছি উপস্থিত হওয়ামাত্র স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। এই ধাওয়া খেয়েই তিনি পিছটান দিয়ে পালিয়ে যায়।
অন্যদিনে ভাড়া করা লোকদের চারিত্রিক বৈশিষ্ট্যের ধারাবাহিকতায়ই এটিইউ তাজ রহমানের সংবর্ধনার আয়োজকরাও পলায়ন করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
No comments:
Post a Comment