বৃটেনের শিক্ষা ও যুব বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রোশনারা আলী

Thursday, October 17, 2013

লন্ডন থেকে সংবাদদাতা:

সিলেটী বংশোদ্ভুত বৃটিশ হউজ অব কমন্স সদস্য রুশনার বৃটেনের শিক্ষা ও যুব বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। লেবার পার্টির এই তরুণ এমপিকে শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়ং পিপল হিসেবে দায়িত্ব দিয়েছেন দলের নীতিনির্ধারকরা। এর আগে রোশনারা আলী লেবার পার্টির ছায়া মন্ত্রী সভার বৈদেশিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে শ্যাডো এডুকেশন মিনিস্টারের দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে রোশনারা বলেন, বর্তমান সরকার বৃটেনের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়ং পিপল হিসেবে দায়িত্ব পাওয়ায় তাদের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালনের কথা স্মরণ করে রোশনারা বলেন, ২০১০ সাল থেকে বর্তমান দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি শ্যাডো মিনিস্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেছি। লেবার পার্টির অর্পণ করা ওই দায়িত্ব পালনের সময় আমাদের টিমওয়ার্কের জন্য আমি গর্ব অনুভব করি।’

নতুন দায়িত্ব গ্রহণের প্রাক্কালে রোশনারা ডিএফআইডি টিমে দায়িত্ব পালনকালীন তার পুরনো সহকর্মীদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে রোশনারা আলী বার্কলেইজ ব্যাংক কর্তৃক বাংলাদেশি ও অন্যান্য দেশের মানি এক্সচেঞ্জ কোম্পানির অ্যাকাউন্ট বন্ধ করার বিরুদ্ধে ক্যাম্পেইন ছাড়াও সহকর্মী লেবার দলীয় এমপি শাবানা মাহমুদকে সঙ্গে নিয়ে সা¤প্রতিক বাংলাদেশ সফরের কথাও উল্লেখ করেন রোশনারা আলী।

প্রসঙ্গত: সিলেটী বংশোদ্ভুত প্রথম বৃটিশ এমপি রুশনারা আলীর মূলবাড়ী বিশ্বনাথে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License