আগামী মাসে ভারত সফরে মহেন্দ্র সিং ধোনির দলকে হরানোর মত ক্ষমতা তার দলের খেলোয়াড়দের রয়েছে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের কোচ ওটিস গিবসন।
গিবসন বলেন, সর্বশেষ ভারত সফরের চেয়ে অনেক বেশী অভিজ্ঞ খেলোয়াড় তার দলে আছে এবং এবার সফরে এ সকল অভিজ্ঞ খেলোয়াড়রা স্বাগতিক দলের বিরুদ্ধে অনেক বেশী কঠিন লড়াই করতে সক্ষম হবে।
গিবসন বলেন, ‘আমরা বলছিনা যে ভারতকে হারাতে পারিনা, তবে এটা অত্যন- কঠিন হবে আমরা জানি। সর্বশেষ ভারত সফরে আমাদের খেলোয়াড়দের খুব বেশী অভিজ্ঞতা ছিলনা, কিন’ আমরা ভাল খেলা দেখিয়েছি। সুতরাং এবার আরো বেশী অভিজ্ঞতা অর্জন করায় আমরা আরো ভাল করবো এবং সিরিজ জয়ের ব্যপারে আশাবাদি।’
প্রায় এক বছর যাবত কোন টেস্ট ম্যাচ খেলেনি ওয়েষ্ট ইন্ডিজ এবং দীর্ঘ সফরে খেলোয়াড়রদের ফিটনেস নিশ্চিত করতে দলটি এখানে কঠিন ফিটনেস ট্রেনিং ও মেডিকেল ক্যাম্প করছে।
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে কোলকাতার ইডেন গার্ডেনে ৬-১০ নভেম্বর। দ্বিতীয়টি অর্থাৎ শচিন টেন্ডুলকারের বিদায়ী টেষ্ট ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে ১৪-১৮ নভেম্বর। ভারত সফরের পর ক্যারিবিয় দলটি নিউজিল্যান্ড সফরে তিন টেষ্ট, পাঁচ ওয়ানডে এবং দুটি টি-২০ম্যাচ খেলবে।
কোচ বলেন, ‘সব কিছুই ভালভাবে এগিয়ে চলছে এবং ডাক্তাররা আমাকে এখনো কোন খারাপ সংবাদ দেয়নি। সুতরাং সবাই পুরোপুরি ফিট আছে বলেই মনে করছি।’
গিবসন বলেন, টেস্ট ক্রিকেটে আমাদের অবস’াটা কেমন- ভারত সফরের মাধ্যমেই সে প্রশ্নের জবাব আমরা পাব।
তিনি বলেন, ‘আমরা বেশ কিছুদিন যাবত ভাল টেস্ট ক্রিকেট খেলছি, শেষ ছয় টেস্টই আমরা জিতেছি। কিন’ জনগন আমাদের প্রতিপক্ষ নিয়ে তামাসা করছে। টেস্ট ক্রিকেটে আমাদের অবস’াটা কি- এ ভারত সফরে তার প্রমান মিলবে।’
গিবসন বলেন,‘ এই মুহুর্তে ভারত ওয়ানডে ক্রিকেট খুব ভাল খেলছে। দীর্ঘ সময় যাবত তারাও টেস্ট ক্রিকেট খেলছেনা। সুতরাং এ সফরের মাধ্যমে তাদের এবং আমাদের নিজেদের অবস’াটা বোঝা যাবে।’
গত বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং সিরিজ জয় করেছে। তাদের আরেকটি জয় ছিল গত বছর আগস্টে হোম সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।
ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব ছেড়ে ইংলিশ কাউন্টি দল গ্লামোরগানের দায়িত্ব নিচ্ছেন বলে প্রকাশিত খবর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গিবসন বলেন, ঐ কাউন্টি দলের কারো সঙ্গে তার যোগাযোগ নেই।
গিবসন বলেন, ‘আমি মনে করি আপনি যখন একটা ভাল চাকুরি করবেন তখন সব ভাল চাকুরিই আপনার কাছে আসবে। কিন’ এমন গুজবের কোন সত্যতা নেই। গ্লামোরগানের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। এক সময় ইংল্যান্ডের এ ক্লাবটিতে আমি খেলেছি, কিন’ এখন তাদের সঙ্গে আমার কোন প্রকার যোগাযোগ নেই। ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে মাত্রই আমি চুক্তি নবায়ন করেছি এবং যে অবস’ায় আছি তা নিয়ে আমি অত্যন- খুশি।’
‘ভারতকে তাদের নিজ মাঠে হারানোর ক্ষমতা আমাদের আছে ওয়েস্ট ইন্ডিজের’
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment