গোয়ালাবাজার সংবাদদাতাঃ সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারের গয়নাঘাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই অটোরিকশা যাত্রী। দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। জনতার অবরোধের ফলে সিলেট-ঢাকা মহাসড়কে একঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ওসমানীনগরের তাজপুর এলাকার লেখন মিয়া (৩৫), বালাগঞ্জের আদিত্যপুরের খাজা আবদুর রাজ্জাক (৬৫) ও ওজিউর রহমান (৩৫)। -বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।
ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ জানান, আহমেদ পরিবহনের যাত্রীবাহী বাসটি সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। সিলেট থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ওসমানীনগর থানাধীন গয়নাঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আরো তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো দুজনকে মৃত ঘোষণা করা হয় বলে জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় কুমার জানান। আহত অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আহমেদ পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার ব্রিগেড কর্মীরা এসে আগুন নেভায়। বাসে আগুন দিয়ে জনতা সড়ক অবরোধ করায় রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে বুঝিয়ে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
গোয়ালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-৫
Tuesday, October 15, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment