যথাযথ ধমীর্য় ভাবগাম্ভীর্যে সিলেটসহ সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক : আনন্দঘন পরিবেশে যথাযথ ধমীর্য় ভাবগাম্ভীর্যে সিলেটসহ সারাদেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগা ময়দানে। সেখানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সর্বস্তরের হাজারো মুসল্লির নামাজ আদায় করেন।
এছাড়াও হযরত শাহজালাল (র) দরগা ও হযরত শাহপরান (র) দরগা প্রাঙ্গণে এবং বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে অনেকেই আত্মীয়স্বজনের কবর জিয়ারত করেন। পরে নিজ নিজ সামর্থ অনুযায়ী কোরবানি দেন।
No comments:
Post a Comment