হবিগঞ্জে বেতন ভাতার দাবিতে জিটিসিএল-এর কর্মকর্তা অবরুদ্ধ

Monday, October 21, 2013

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) শায়েস্তাগঞ্জ-আশুগঞ্জ উত্তর দক্ষিণ জাতীয় গ্রীড কনডেনসেট পাইপ লাইনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অর্ধশতাধিক প্রহরীর বকেয়া বেতন বোনাসের দাবিতে জিটিসিএল-এর হবিগঞ্জের শাহজীবাজার আঞ্চলিক অফিসে এক কর্মকর্তাকে প্রায়


৮ ঘণ্টা অবরুদ্ধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল সোমবার সকালে কর্মরত প্রহরীরা শাহজীবাজারে আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তা লতিফ হোসেনকে অফিস থেকে বের করে অপর একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম নিরাপত্তা কর্মীদের দ্রুত বকেয়া বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিলে অবরুদ্ধকারীরা লতিফ হোসেনকে মুক্ত করে দেয়। নিরাপত্তা সুপারভাইজার আক্তার হোসেন ও শামসুল ইসলাম জানান, আল আরাফাত নামে একটি সিকিউরিটি প্রতিষ্ঠানের মাধ্যমে জিটিসিএল-এর শায়েস্তাগঞ্জ-আশুগঞ্জ উত্তর দক্ষিণ জাতীয় গ্রীড কনডেনসেট পাইপ লাইনের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছেন। চলতি বছরের জুলাই থেকে এখন পর্যন্ত সিকিউরিটি কাজে নিয়োজিত অর্ধশতাধিক লোক বেতন বোনাস না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। অপরদিকে আল আরাফাতের সহযোগি শীতল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান আল আরাফাতের নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে কৌশলে মাষ্টাররুলে অগ্রীম স্বাক্ষর নিয়ে নেয়। শ্রমিকদের অভিযোগ মাষ্টাররুলে ৭ হাজার ৩শ’ টাকার স্বাক্ষর নিয়ে তাদেরকে ৬ হাজার টাকা প্রদান করা হয়। জিটিসিএল-এর কতিপয় কর্মকর্তাদের যোগসাজসে আল আরাফাত সিকিউরিটি প্রতিষ্ঠান নিরাপত্তা রক্ষীদের বেতন বোনাসের টাকা কম দেয়া হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জিটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) নিজামুল হাসান শেরিফ জানান, নিরাপত্তা রক্ষীদের বেতন বোনাস প্রদানের জন্য আল আরাফাত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, শীঘ্রই এ অচল অবস্থার সমাধান হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License