সিলেট সিটি কর্পোরেশনের নির্মিতব্য ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার দুপুরে তিনি নির্মাণ কাজ দেখতে যান। এ সময় আরিফুল হক চৌধুরী ভবন নির্মাণ কাজে নিয়োজিতদের সঙ্গে কথা বলেন এবং নকশা অনুযায়ী সঠিকভাবে নির্মাণ
কাজ চলছে কিনা তা পরীক্ষা করেন। গুণগত মান ঠিক রেখে যথাসময়ে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত বছরের ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সিলেট নগর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট অত্যাধুনিক এই ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।
নগর ভবনের নির্মাণ কাজ পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, মোস্তাক আহমদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সহকারী প্রকৌশলী শামসুল হক সহ কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment