ক্ষেতের ইঁদুরের উপদ্রব

Sunday, October 20, 2013

দেশে ইঁদুরের উপদ্রবে কৃষকরা চরম হতাশ হয়ে পড়েছেন। ইঁদুর দমনে সরকারি বা বেসরকারিভাবে কোন উদ্যোগ না নেয়ায় কোটি কোটি টাকার ফসল সাবাড় করছে ইঁদুর। প্রতি বছর শুকনো মৌসুমে আমন ধানের বিপুল পরিমাণ ক্ষেতের ফসল সাবাড় হবে বলে কৃষকদের আশংকা। কৃষকরা ইঁদুরের হাত থেকে ক্ষেতের ফসল রক্ষা করতে নানা ধরনের কৌশল অবলম্বন করলেও ইঁদুর দমন হচ্ছে না।

সারা বছরই ক্ষেতের ফসলে ইঁদুরের উপদ্রব থাকলেও কৃষি বিভাগ ইঁদুর দমনে স্থায়ী কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রতি মৌসুম অনুযায়ী লক্ষ লক্ষ টাকার ফসল সাবাড় করে থাকে। শুধু ক্ষেত খামারে নয় বাসা বাড়ীতে এদের তৎপরতা কম নয়। নিমিষেই সাবাড় করে দেয় অতি মূল্যবান জিনিসপত্র। কৃষকরা এদের রুখার কোন পদক্ষেপই পাচ্ছে না। কৃষি বিভাগের বাস্তব পদক্ষেপের অভাবে ইঁদুরের উপদ্রব বেড়ে চলেছে।

ইঁদুর দমনে সরকার বিভিন্ন সময়ে নানা ধরনের পদক্ষেপ নিলেও কোন ফায়দা হয়নি। বরং ইঁদুরের উপদ্রব বেড়ে চলেছে। যা কৃষকদেরকে ভাবিয়ে তুলেছে। ইঁদুর দমনে কৃষকদের মধ্যে পুরস্কার ঘোষণা করা হলেও ইঁদুর নিধনে কৃষকরা যথেষ্ট অবদান রেখেছিল। বর্তমানে ইঁদুর দমনে সরকারি উদ্যোগ নাই বললে চলে। চলতি আমন মৌসুমে ইঁদুর দমনে কোন পদক্ষেপ নিতে ব্যর্থ হলে কৃষকদের সমূহ ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।

ইঁদুর দমনে সরকারের উদ্যোগের অভাব থাকায় কৃষকরা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও ইঁদুর দমন হচ্ছে না। স্থানীয়ভাবে কৃষকরা পাকা ফসলের মাঠে ইঁদুর তাড়াতে কলাগাছ রোপণ, বাঁশের টুকরো কেটে ফসলের মধ্যে রেখে ফসল রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ইঁদুরের উপদ্রব বন্ধ হচ্ছে না। কৃষকরা ইঁদুরের উপদ্রব রোধের ব্যাপারে হতাশ হয়ে পড়েছেন।

এবার দেশে ধান সহ সবজির ফলন বাম্পার হয়েছে। ক্ষেতের জমিতে ইঁদুরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চরম উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন। ইঁদুরের উপদ্রব রোধে প্রযুক্তিগত ব্যবস্থাই প্রয়োজন। যাতে কৃষকরা তাদের অতিকষ্টের ফসল ঘরে রাখতে পারে। যা সকলের কাম্য।

ক্ষেতের ইঁদুরের উপদ্রব দমনে কৃষি মন্ত্রণালয় সহ সকল বিভাগের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার বিকল্প নেই। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় উদ্যোগ সহ বাস্তবায়নের পদক্ষেপ নেয়া খুবই জরুরী।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License