জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ॥ সম্ভাবনার কয়েকটি দিক
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ১৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণ সরকারি প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। তবে বেসরকারি টেলিভিশন এবং বেতারগুলোও তার ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারের সৌজন্যে সম্প্রচার করতে পারে।
নানা ধরনের প্রচারণায় পুরো জাতি যখন ২৪ অক্টোবরের পরবর্তী সময় নিয়ে দারুণ উৎকণ্ঠিত তখনই সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ভাষণ দেয়ার সিদ্ধান্ত দেশে-বিদেশে এই মুহূর্তে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। সবার দৃষ্টি এখন এক বিন্দুতে আবদ্ধ। কারণ এই ভাষণে তিনি তার সরকারের গত পাঁচ বছরের সাফল্য-ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে দিক নির্দেশনা দেবেন বলে সবাই আশা করছেন।
No comments:
Post a Comment