রাজনগরে উপ মহাদেশের একমাত্র লাল দুর্গাপূজায় লক্ষাধিক ভক্তের সমাগম
ফেরদৌস আহমেদ, মৌলভীবাজার : প্রায় তিনশ বছর ধরে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপ মহাদেশের একমাত্র লাল দুর্গাপূজা। এখানে প্রতিমার রঙ লাল, যা আলাদা বৈশিষ্ট্যমন্ডিত। প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থী এই পূজামণ্ডপে ছুটে আসেন। এক হাজারের বেশি পাঠাও বলি দেওয়া হয়।
রাজনগর উপজেলার পাঁচগাও গ্রামে প্রয়াত সর্ব্বানন্দ দাশের বাড়িতে লালবর্ণের প্রতিমা দিয়ে এই দুর্গাপূজার আয়োজন করা হয়ে থাকে প্রতিবছর। মূলত পারিবারিকভাবে এই পূজা শুরু হলেও এখন তা সার্বজনীন রূপ লাভ করেছে।
উপমহাদেশের একমাত্র লাল দুর্গামণ্ডপে দেবী দর্শন, মানত ও বলি দিতে নারী-পুরুষ, ছেলে-বুড়ো ও শিশুসহ ভক্ত ও পূর্ণার্থীদের পদভারে পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে। এখানে এসে কেউ বলি দিচ্ছেন, কেউ মোমবাতি জ্বালাচ্ছেন, কেউ ভক্তি দিচ্ছেন। পুরো এলাকা উলুধ্বনিতে মুখরিত। পূজাকে কেন্দ্র করে মেলাও বসে গেছে।
No comments:
Post a Comment