স্টাফ রিপোর্টার :
গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানাধীন এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পায় ৪০ লক্ষ টাকার মাদক উদ্ধার করে। থানা সূত্রে জানা যায় উদ্ধারকৃত মাদকদ্রব্য হলো ভারতীয় অফিসার চয়েস আনুমানিক ৫০০ বোতল, ফেনসিডিল ৩৫০ বোতল, হেরোইন ৩৫০ গ্রাম, হুইস্কি ১০৫ বোতল,
ভারতীয় মদ ১৫০ বোতল, দেশী ছোট মদ ৫০ বোতলসহ ধ্বংস করা হয়। গতকাল জালালাবাদ থানায় বিকাল ৫টায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিলেট এর এ.বি.এম.জহিরুল গনি চৌধুরী উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার দেওয়ান জালালা উদ্দিন চৌধুরী, জালালাবাদ থানার অফিচার ইনচার্জ গৌছুল আলম, এস আই মাহবুবুল আলম মন্ডল, আব্দুর হামিদ, আবুল কালাম আজাদ, সোহেল আহমদ, জনিয়র সেরেস্তা সৈয়দ মুশিকার রহমান আরও উপস্থিত ছিলেন জালালাবাদ থানার কর্মকর্তাবৃন্দ।
No comments:
Post a Comment