বিয়ানীবাজারে পিন্টু-হাসানের নেতৃত্বে বিএনপির নতুন গ্রুপের আত্মপ্রকাশ

Sunday, October 20, 2013

বিয়ানীবাজার বিএনপির রাজনীতিতে আরেকটি গ্র“প সৃষ্টির মাধ্যমে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। সাবেক ছাত্রনেতা আবু নাছের পিন্টু ও হাসান আহমদের নেতৃত্বে গতকাল মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে নতুন গ্র“পের আত্মপ্রকাশ ঘটে। এদিকে নবসৃষ্ট পিন্টু-হাসান গ্র“প মিলে স্থানীয় বিএনপিতে গ্র“প-উপগ্র“পের সংখ্যা দাঁড়ালো ৪।

জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপিতে গ্র“প দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। এ নিয়ে বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষ হয়েছে। এদিকে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. সৈয়দ মকবুল হোসেন, ফয়সল আহমদ চৌধুরী, মাওলানা রশীদ আহমদ, সামসুজ্জামান জামান এসব গ্র“পের নেপথ্যে রয়েছেন। বিশ্বস্ত সূত্র মতে, নবসৃষ্ট পিন্টু-হাসান গ্র“পটি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট সামসুজ্জামান জামানের আশির্বাদপুষ্ট।

এদিকে গতকাল রবিবার দুুপুরে বিয়ানীবাজার পৌরশহরে নতুন গ্র“পের মোটর সাইকেল শোভাযাত্রা শেষে আবু নাছের পিন্টুর সভাপতিত্বে ও নজমুল হোসেনের পরিচালনায় পোস্ট অফিস মোড়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শামীম আহমদ, ছাত্রনেতা হাসান আহমদ, নুর উদ্দিন, সাহেল আহমদ, জিয়াউর রহমান, এমরান আহমদ, টিপু হোসেন, আকবর হোসেন, আফজল হোসেন, মিছবাহ উদ্দিন, রুহুল আমীন, দেলওয়ার হোমেন, উজ্জ্বল আহমদ, আমিন উদ্দিন, পাবেল আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। যদি তা না করে আ’লীগ এক তরফা নির্বাচনের চেষ্টা করে তাহলে জাতীয়তাবাদী শক্তি বসে থাকবে না। সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা বিয়ানীবাজারকে অচল করে দেবো। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License