শেখ হাসিনার সাথে এরশাদের বৈঠক ॥ বিএনপি অংশ না নিলে এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি

Sunday, October 20, 2013

35_FNS_N_20-10-13 কাজিরবাজার ডেস্ক :

সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে বিএনপি যোগ না দিলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে বলে তারা একমত হয়েছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় গণভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার সন্ধ্যায় গণভবনে যায়। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এক ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়। পরে নৈশভোজে অংশ নেন জাতীয় পার্টির নেতারা।

বৈঠক শেষে জাতীয় পার্টির পক্ষে মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিফিং করেন।

ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ আশাবাদ ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আবারও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবে। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। পাশাপাশি জানুয়ারির মধ্যভাগে নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে।

নির্বাচন হবে না এমন আশঙ্কা বা গুজব মানুষের মধ্যে রয়েছে এমন প্রসঙ্গে সৈয়দ আশরাফ এ কথা বলেন।

তিনি বলেন, সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন এ প্রস্তাব না মানলে বিএনপির সঙ্গে আর কোনো আলোচনা হবেনা। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করবে।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারও একই কথা বলেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না আসলেও জাতীয় পার্টি নির্বাচনে যাবে।

রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে জাতীয় পার্টি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে, বলেন তিনি।

বৈঠকে হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আরও ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, জিএম কাদের (বাণিজ্যমন্ত্রী), ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান, দেলোয়ার হোসেন খান, মোস্তাফা জামাল হায়দার, ফকির আশরাফ, আবু হোসেন বাবলা, এসএম ফয়সল চিশতী, মেজর খালেদ (অব.)।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কয়েকজন গণভবনে উপস্থিত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License