শাহজালাল জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী অপহরণ ॥ ৩ দিনেও উদ্ধার হয়নি

Sunday, October 20, 2013

স্টাফ রিপোর্টার :

নগরীর শাহজালাল জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী রাইয়াতুল জাহান্নাত নিতি (১৬) অপহরণের ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর/১৩) সকালে শিবগঞ্জ লামাপাড়ার গলির মুখ থেকে ওই স্কুলছাত্রী


মামার বাসায় যাওয়ার পথে অপহৃত হয়। এ ঘটনায় ছাত্রীর পিতা মোঃ আখলাছ মিয়া বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে শাহপরান থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। নং- ১২ (১৮-১০-১৩)।

মামলার আসামীরা হচ্ছে- নগরীর সবুজবাগ এলাকার ১৫ নং বাসার বর্তমানে শাহজালাল উপশহর রোড-৩ ব¬ক/এ ৪ নং বাসার বাসিন্দা জয়নুল মিয়ার পুত্র জাবিদুর রহমান কোরেশী ওরফে রাজু (২৩) তার ভাই সুমন আহমদ (৩২), রুমন আহমদ (২৬), মৌলভীবাজার শেরপুর থানার ব্রাক্ষণগ্রামের কতুব উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২৭) ও শাহপরান থানার শিবগঞ্জ হাতিমবাগের মদরিছ আলীর পুত্র রুবেল মিয়া (২৫)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ঘটনার ৩/৪ মাস পূর্ব থেকে জাবিদুর রহমান কোরেশী ওরফে রাজু স্কুলে যাওয়া আসার পথে স্কুল ছাত্রী রাইয়াতুল জাহান্নাত নিতিকে প্রেম নিবেদন করে আসছিল। নিতি তার পিতা-মাতাকে বিষয়টি জানায়। পরে রাজুর পরিবার নিতিকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে তার বাড়িতে যান। সেখানে নিতির পরিবার বিষয়টি প্রত্যাখান করলে তারা জোরপূর্বক নিতিকে অপহরণ করা ও হুমকি-ধমকি দিয়ে তাদের বাড়ি থেকে তারা চলে আসেন। নিতি ঘটনার দিন সকাল ৬ টার দিকে কাজের মেয়ে সুমা বেগম (১৭)কে সাথে নিয়ে খাদিমনগর বংশীধর থেকে শিবগঞ্জ এলাকায় তার মামার বাসায় যাওয়ার পথে ঘটনাস্থনে পৌঁছামাত্র জাবিদুর রহমান কোরেশী ওরফে রাজু তার কয়েকজন সহযোগী নিয়ে নিতিকে জোরপূর্বক গাড়ীতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। বিয়ষটি কাজের মেয়ে সুমা বেগম তাৎক্ষণিকভাবে নিতির পরিবারকে জানালে তারা আর তাকে খোঁজাখুঁজি করে পাননি। কিন্তু এ অপহরণ ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত স্কুলছাত্রী রাইয়াতুল জাহান্নাত নিতিকে উদ্ধার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই শফিকুল ইসলাম জানান, আসামীরা মামলা দায়েরের পর পরই আত্মগোপনে চলে গেছে। তাদের গ্রেফতার ও স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য সম্ভব্য সকলস্থানে আপ্রান চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License