আমাদের সিলেট ডটকম:নগরীর পীরমহল্লায় তিন শিবিরকর্মীকে আটকে রেখে ১০ হাজার টাকা মুক্তিপন আদায়ের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকলীগ নেতা আফতাব হোসেন ও তার সহযোগী পাঙ্গাসের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় পশ্চিম পীরমহল্লায় আফতাব হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। মুক্তিপন দিয়ে মুক্তি প্রাপ্তরা হচ্ছে মদীনা মার্কেট এলাকার বাসিন্দা তামিম আল মাহদি (১৮), সুবিদবাজার লন্ডনীরোডের বাসিন্দা আহমদ দিলহান চৌধুরী (১৮) ও শহরতলীর মইয়ারচরের এইচ কে ইমরান (১৮)। রাত ৮টায় দিকে তারা মুক্তি পেয়ে বাসায় ফিরে যান।
তামিম আল মাহদির খালাতো ভাই সুলতান আহমদ জানান, মাহদি, দিলহান ও ইমরান পীরমহলার ঐক্যতান আবাসিক এলাকায় তাদের এক বন্ধুর বাসায় বেড়াতে যাচ্ছিলেন। পশ্চিম পীরমহল্লা বাজারে পৌঁছা মাত্র স্বেচ্ছাসেবক লীগ কর্মী পাঙ্গাস তাদের পথ রোধ করে। এরপর তিনজনকে আফতাব হোসেনের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মুক্তি পেতে হলে ৫০ হাজার টাকা দাবী করে পাঙ্গাস। মোবাইল নম্বর দিয়ে ঐ নম্বরে বিকাশ করতেও বলা হয়।
এরপর মাহদি, দিলহান ও ইমরান তাদের স্বজন ও দলীয় নেতাদের সাথে যোগাযোগ করেন। এক পর্যায়ে পারিবারিকভাবে পাড়ার মুরব্বীদের সহায়তায় তিনজনকে উদ্ধার করা হয়।
সুলতান আহমদ দাবী করেন, মুরব্বীদের হস্তক্ষেপের আগেই পাঙ্গাস জিম্মি ছাত্রদের পরিবারের সদস্যদের কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে নেয়।
ছাত্র শিবিরের মহানগর সভাপতি এডভোকেট আনোয়রুল ওয়াদুদ টিপু বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মীদের আটকে রেখে মুক্তিপন নিয়ে মুক্তি দেয়া কোন সভ্য সমাজে হতে পারে না। ভবিষ্যতে এসব কর্মকান্ড অব্যাহত থাকলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে।
স্বেচ্ছাসেবকলীগ নেতা আফতাব হোসেন মুক্তিপন আদায়ের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, পাড়ার যুবকরা ৩ ছাত্রকে তার বাসায় নিয়ে এসেছিল। তিনি তাদের পাড়ার মুরব্বীদের হাতে তুলে দিয়েছেন।
No comments:
Post a Comment