সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে না বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। আগামী ৬ নভেম্বর এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কার কাজ যাতে ব্যাহত না হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে।
সিরিজ শুরুর আগেই জানিয়ে দেয়া হয়েছিল, আইসিসি পরিদর্শক দলের পক্ষ থেকে ছাড়পত্র পেলে তবেই ৬ নভেম্বরের ম্যাচটি আয়োজন করতে পারবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। তবে, বিসিবি এখন জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। এখন ম্যাচ আয়োজন করতে গেলে সংস্কার কাজ বন্ধ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে না। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি এখন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে ।
উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর জন্য সিলেট বিভাগীয় স্টেডিয়ামের প্রস্তুতি শেষ করার জন্য আইসিসি ৩০ অক্টোবর পর্যন্ত সর্বশেষ সময় দিয়েছে। (খবর সংবাদদাতার)
সিলেট স্টেডিয়ামে হচ্ছে না বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ ম্যাচ
Sunday, October 20, 2013
Labels:
# কাজির বাজার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment