স্টাফ রিপোর্টার :
গতকাল রবিবার কোতোয়ালী মডেল থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে থানা কম্পাউন্ডের ভেতরে সেন্টারটির উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত আইজি (সিআইডি) মোঃ মোকলেসুর রহমান বিপিএম। এই সেন্টার থেকে ভিকটিম নারী ও শিশু প্রয়োজনীয় আইনী সহায়তা
পাবে। সাপোর্ট সেন্টারটি শুধুমাত্র নারীদের দ্বারাই পরিচালিত হবে।
এর আগে স্থানীয় একটি হোটেলে ভিকটিম সাপোর্ট বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (সিআইডি) মোঃ মোকলেসুর রহমান বিপিএম বলেন- পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করতে এই সেবামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবান্ধব, শিশুবান্ধব করার চেষ্টা করা হচ্ছে। আধুনিক জনবান্ধব পুলিশই জনগণের বন্ধু হয়ে ওঠবে।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মহানগর পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, আরআরএফ’র কমান্ড্যান্ট আনসার উদ্দিন খান পাঠান, অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন আহমদ প্রমুখ। কর্মশালায় সিলেট রেঞ্জের পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment