দক্ষিণ সুনামগঞ্জে সিএনজি ও কারের মুখোমুখি সংঘর্ষে আহত ৯

Wednesday, October 23, 2013

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :

দক্ষিণ সুনামগঞ্জে সিএনজি ও কারের ধাক্কায় ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বুধবার বেলা ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের মনবেগ নামক


স্থানে সিলেটমুখী সিএনজি ও সুনামগঞ্জমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি ও কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের মৃত মমশ্বর আলীর ছেলে মাওঃ আব্দুল ওয়াদুদ হুসাইনী (৪৭), মাওঃ আব্দুল ওয়াদুদ হুসাইনী’র স্ত্রী তছলিমা বেগম (৩৫), মৃত আব্দুল আহাদের ছেলে মোঃ বশির মিয়া (৫২), বশির মিয়ার স্ত্রী সিতারা বেগম (৪২), বশির মিয়ার ৬ দিনের শিশু ছেলে ইমন মিয়া। আহতদের ছাতক উপজেলার কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে আরও যারা আহত হয়েছেন- সালাম মিয়া (৫০), রিকু দাস (২৮), রফিকুল আলম (২৩), ফরিদা বানু (৩৫) তাদের কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই নজরুল ইসলামের সাথে আলাপকালে এ প্রতিবেদককে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুর্ঘটনা কবলিত সিএনজি ও প্রাইভেট কারটি জব্দ করেছি।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License