দক্ষিণ সুনামগঞ্জে ৮ মাদকসেবীকে আটক

Wednesday, October 23, 2013

Pic-South Sunamgonj, 23.10.2013 (01) এম এম ইলিয়াছ আলী, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৮ মাদকসেবীকে আটক করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৮


মাদকসেবীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ সময় আটককৃতদের ব্যবহৃত ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের প্রতিজনকে ১৫ দিন করে কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা করে সুনামগঞ্জ জেল হাজতে প্ররণ করা হয়। আটককৃতরা হল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে মোখলেছ মিয়া (৬০), মৃত আব্দুল করিমের ছেলে রাকিব উদ্দিন (৪০), মৃত আইয়ূব আলীর ছেলে আলী হোসেন, ইসলামপুর গ্রামের আহাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬), ইনাতনগর গ্রামের আশিক আলীর ছেলে ময়েন মিয়া (২২), ফজর আলীর ছেলে জুনেত আলী (২৫), নুর মিয়ার ছেলে রফিক মিয়া (২৬), আবুল কামালের ছেলে হেলিম মিয়া (২২)। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এ প্রতিবেদককে আটক ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদানের সত্যতা স্বীকার করে বলেন তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License