শ্রীমঙ্গলে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৪ ॥ মৌলভীবাজার শহরে এক নারী হত্যা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও বিরামপুর গ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছে। রবিবার ২০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই সময় উপজেলার উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। প্রবল বর্ষণও হয়। এই ঝড়-বৃষ্টি চলাকালে উপজেলার সিন্দুরখান গ্রামের তুরুক মিয়া (৫৮), বিরামপুর গ্রামের সুমি আক্তার (২২), তার স্বামী শাকিল মিয়া (২৫) ও একই গ্রামের ৭ বছরের শিশু রাহি মিয়া বজ্রপাতে মারা যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
এদিকে একইদিন মৌলভীবাজার শহরের পাগুলিয়া আবাসিক এলাকার এক আইনজীবীর বাসায় এক অবিবাহিত হিন্দু নারী খুন হয়েছেন। সকাল ১১টার দিকে মৌলভীবাজার জর্জকোর্টের আইনজীবী অধীর চন্দ্র পালের বাসায় এই ঘটনা ঘটে।
No comments:
Post a Comment