সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ১৮ দলীয় জোট। আগামী ২৫শে অক্টোবর ঢাকার নয়া পল্টনে, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ করারও ঘোষণা দেয়া হয়েছে। আজ ১৮ দলের মহাসচিব পর্যায়ের বৈঠকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্তের কথা জানান। সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইদানিং সরকারের মন্ত্রীদের বক্তব্যে উৎসাহিত হয়ে দেশের বিভিন্ন স্থানে ১৮ দলের নেতাকর্মীদের উপর মামলা, হামলা ও গণগ্রেপ্তার চালানো হচ্ছে। মাদ্রাসা ও ছাত্রবাসে তল্লাশী ও গ্রেপ্তার অভিযান চালিয়ে নিরীহ ছাত্রদের গ্রেপ্তার করা হচ্ছে। এ সময় খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার নিন্দা জনিয়ে দায়ী কর্মকর্তার অপসারন দাবি করেন তিনি।
২৫শে অক্টোবর নয়া পল্টন, জেলা-উপজেলায় ১৮ দলের সমাবেশ
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment