জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ফোনালাপ হয়।
অস্কার ফার্নান্দেজ তারানকো নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারব্যবস্থা নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি এ সময় আশা প্রকাশ করে বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।
জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স’ানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকেও ফোন করবেন বলে জানা গেছে।
বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে জাতিসংঘ মহাসচিবের দূত হয়ে পাঁচ মাস আগে ঢাকায় সফর করে যাওয়া তারানকো বর্তমান রাজনৈতিক পরিসি’তি নিয়ে বিএনপির মুখপাত্রের সঙ্গে কথা বলেন।
ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন তারানকো। তিনি রাজনৈতিক সংলাপ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন।
মির্জা ফখরুল নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বিরোধীদলীয় নেতার প্রস-াব তারনকোকে জানান। সংলাপের জন্য আওয়ামী লীগকে চিঠি পাঠানোর কথাও জানান তাকে।
সংলাপ নিয়ে আশাবাদ – ফখরুলকে জাতিসংঘের সহকারী মহাসচিবের ফোন
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment