কাজিরবাজার ডেস্ক :
জাতীয় প্রেসক্লাবে ব্যাপক পুলিশি ধরপাকড়ের সম্মুখীন হয়েছেন ১৮ দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বের হওয়ার সময় দফায় দফায় পুলিশি ধরপাকড়ের শিকার হন তারা।
বুধবার বিকেলে ১৮ দলীয় জোট সমর্থিত সম্মিলিত পেশাজীবী ফোরাম ও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে অংশ নেন এসব নেতাকর্মী।
ইতোমধ্যেই ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজন দিগন্ত টেলিভিশনের সাংবাদিক ফজলুল হক শামীম বলে জানা গেছে।
প্রেসক্লাবের ফটকে অবস্থান নিয়ে বিকেল ৫টা থেকে নেতাকর্মীদের আটক শুরু করে পুলিশ। তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রেসক্লাব এলাকা ত্যাগ করে পুলিশ।
ব্যাপক ধরপাকড়
Wednesday, October 23, 2013
Labels:
# কাজির বাজার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment