কুলাউড়া থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা বাগান এলাকা থেকে এক মৎস্যজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় কালা মিয়া (৫০) নামে মৎস্যজীবীর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহত কালা মিয়া জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের
বীরগুগালি গ্রামের সোনা মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালা মিয়া মাছ বিক্রি করতে রতনা বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বুধবার সকালে কাপনা পাহাড়বাজার সংলগ্ন চা বাগান এলাকায় স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা রুজু হয়েছে।
No comments:
Post a Comment