মিলানে ডিডিআর এর আয়োজনে জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Sunday, October 20, 2013

DDR NEWS-2নাজমুল হোসেন, ইতালি থেকেঃ ইতালির মিলানে প্রবাসী পরিবারদের কে নিয়ে ডিডিআর এর আয়োজনে জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শিশু কিশোরদের চিত্রাঙ্কন,গান,কবিতা,মহিলাদের জন্য বালিশ খেলা ,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আকর্ষনীয় ছিল প্রবাসী মহিলাদের নিজ হাতের তৈরী পিঠা উত্সব । ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি প্রমান করেছে,প্রবাসে বাংলাদেশীরা বসবাস করলে ও সকলের সহযোগিতা থাকলে এই ধরনের আয়োজনের মাধ্যমে ঈদ আনন্দ করা সম্ভব ।


১৯ অক্টোবর শনিবার স্থানীয় ওয়ান ফর ওয়ান হলরুমে ডিডিআর সংঘটনের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । দেলওয়ার হোসেন দিপু ,রাহাত মাহমুদ ,ডালিম মাহমুদ ও জমিরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ,কবিতা আবৃতি ,ছড়া বলা ,গান পরিবেশন ,উপস্থিত মহিলাদের জন্য বালিশ প্রতিযোগিতার আয়োজন করা হয় । প্রতিযোগিতার পাশা পাশি চলে অতিথি শিল্পীদের অংশগ্রহনে সংগীত পরিবেশনা । সংগীত পরিবেশন করেন সুহান ,সুলতানা খান,সেলিনা আক্তার,জেসিকা ও পলি ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভাবিদের নিজ হাতের তৈরী পিঠা উত্সব । এই পিঠা উত্সবে প্রায় ১০ জন ভাবি অংশগ্রহন করেন । এই পর্বে বিচারকের দাহিত্ব পালন করেন খান রুকন উদ্দিন আহমেদ ,হোসাইন মোহাম্মদ মনির,বিপুল মন্ডল ও শাহাদাত হোসেন মিন্টু । বিচারকের রায়ে নকশী পিঠা তৈরী করে প্রথম হয়েছেন শ্যামলী আক্তার ইভা , দুধ কদু দিয়ে পায়েশ তৈরী করে দ্বিতীয় হয়েছেন আঞ্জুমান আরা ,হাড়ি কাবাব তৈরী করে তৃতীয় হয়েছেন লায়লা পারভীন মনি ।

শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ভালো ছবি অঙ্কন করে ছয় জনকে পুরস্কৃত করা হয় এবং সংগীত পরিবেশন করে প্রথম হয়েছে মুম ,দ্বিতীয় জেসিকা ,তৃতীয় মহিমা । মহিলাদের বালিশ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মহিমা আক্তার ,দ্বিতীয় হয়েছেন মিসেস আওলাদ ,তৃতীয় হয়েছেন লায়লা পারভীন মনি । পিঠা উত্সবে বিজয়ীদের হাতে ট্রপি ও অন্যান্য প্রতিযোগিতার বিজয়ীদের হাতে মেডেল তুলে দেওয়া হয় ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক খান রুকন উদ্দিন আহমেদ ,সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ,বিএনপির সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির ,কুমিল্লা সমিতির সাবেক সভাপতি শাহ আলম ,বিশিষ্ঠ ব্যবসায়ী দেওয়ান রফিকুল ইসলাম,বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল খালেক রিন্টু,ইউরো বিডি নিউজ অনলাইন পত্রিকার সম্পাদিকা ও মাসিক স্বদেশ বিদেশ পত্রিকার ব্যুরো প্রধান সেলিনা আক্তার, ,নোয়াখালি সমিতির সভাপতি মাহবুবুল আলম ,নাগরিক কমিটির শাহাদাত হোসেন মিন্টু ,কমিউনিটি নেতা আওলাদ হোসেন ,নাগরিক কমিটির আশরাফুল আলম ,কমিউনিটি নেতা জাকির হোসেন ,জাগরণী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি বিপল মন্ডল,বিএনপির সহ সাংস্কৃতিক সম্পাদিকা সুলতানা খান,ডিডিআর সংঘঠনের দেলওয়ার হোসেন দিপু ,জমিরুল আবেদিন ,রাহাত মাহমুদ ,লিয়াকত মৃধা, ডালিম মাহমুদ,এটিএন বাংলা ইউকের মিলান প্রতিনিধি একে রুহুল সান,এনটিভি ইউকের মিলান প্রতিনিধি নাজমুল হোসেন,চ্যানেল নাইন ইউকের ও বাংলাভিশন টিভির মিলান প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি ,চ্যানেল নাইন ইউকের সহযোগী মিলান ও বিজয় টিভির প্রতিনিধি আল আমিন প্রমুখ ।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবাসীরা এমন আয়োজনে আয়োজকদের ধন্যবাদ জানান এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান । তারা বলেন অনেক দিন পরে প্রবাসের মাটিতে এমন একটি ঈদ আয়োজন সত্যি খুব প্রশংসনীয় । ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করে অনেক প্রবাসী তাদের ঈদ আনন্দের পূর্ণতা করতে পেরেছেন বলে মন্তব্য করেন । আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License