ফেঞ্চুগঞ্জ থেকে অপহৃত শিশু বাহুবলে উদ্ধার : আটক ২

Sunday, October 20, 2013

Victim Tanimফেঞ্চুগঞ্জ সংবাদদাতাঃ ফেঞ্চুগঞ্জ থেকে অপহৃত শিশু তামিমকে উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সোয়া ৬টা দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া চা-বাগান এর ভিতর থেকে তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী দু’জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- হবিগঞ্জের বাহুবল উপজেলার পুকরা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রাজু মিয়া সাজু ও পূর্ব পশংকরপূর গ্রামের আব্দুস সালামের ছেলে লিটন মিয়া। তবে অপর সহযোগী অপহরণকারী মো. জুনায়েদ মিয়া কে গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যহত রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত ১৮ অক্টোবর বেলা ২টায় অপহরণকারীরা ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর গ্রামের মো. আব্দুল আউয়ালের শিশু পুত্র মো. তামিম কে তার বাসা থেকে মো. রাজু মিয়া ও মো. জুনায়েদ মিয়া অপহরণ করে নিয়ে যায়। এরপর তার মুক্তিপণের ৩০ ল টাকা দাবি করে অপহরণকারীরা।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License