ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, ওলামাদল ও জাসাস। সভায় বক্তারা বলেন জনবিচ্ছিন্ন হয়ে সরকার নির্বাচনে
পরাজয়ের ভয়ে বিএনপি সহ দেশের বেশিরভাগ জনসমষ্টিকে বাদ দিয়ে তাদের আজ্ঞাবহ প্রশাসন দিয়ে একতরফা নির্বাচন করতে চাচ্ছে। পাশাপাশি গণআন্দোলনের ভয়ে রাজধানী ঢাকায় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী আচরণ। বক্তারা বলেন জুলুম নির্যাতন আর ফ্যাসিবাদী আচরণ করে সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। গণআন্দোলনের মুখে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধ্য হবে। বক্তারা অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীকে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান। মিছিলটি বন্দর বাজার রংমহল পয়েন্ট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্টে সমাবেশে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম সম্পাদক এডভোকেট এটিএম ফয়েজের পরিচলানয় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহিদ আলী, এডভোকেট আশিক উদ্দিন আশুক ও সোনামিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপি’র কোষাধ্যক্ষ কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, প্রচার সম্পাদক আনহার মিয়া, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এমরান আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন, যুদবলের কেন্দ্রীয় সদস্য ছাদিকুর রহমান ছাদিক, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নাজমুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম সিদ্দিকি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা নুরুল মুমিন খোকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এডভোকের মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বাদল, সদর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এ কে এম তারেক কালাম, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল নেতা কাজী মুহিবুর রহমান, আব্দুর রহমান, কোহিনুর আহমদ, চৌধুরী মোহাম্মদ সোহেল, এহসানুল করিম মিশু, মুহিবুর রহমান বাবুল, আলতাব হোসেন বেলাল, নাজিমুদ্দিন, দিপক রায়, আমিনুল হক বেলাল, মতিউর রহমান রাজা, আলি আহমদ আলী, সুজন আহমদ, মানিকুর রহমান মানিক, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, বাবুল মিয়া, মমতাজ হোসেন মুন্না, আহাদ আলী, আজিজুল হোসেন আজিজ, মনিরুল ইসলাম তুরন, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, খালেদুর রশিদ ঝলক, মামুন আহমদ রিপন, আখতার হোসেন, এমদাদ বকস, আমিনুল ইসলাম সাজু, আবু সালেহ শামীম, মুহিদ হোসেন, আব্দুল কাইয়ুম, কাহের আহমদ, কামাল হোসেন, সাইদুল ইসলাম আশিক, মল্লিক আহমদ, হাসান আহমদ, মকছুদুল করিম নুহেল, দেওয়ান নিজাম খান, রায়হানুল হক, হামিদ হোসেন, সোহেলা আহমদ, নুরুল ইসলাম, মোছাদ্দেক হোসেন রুমন, মোক্তাদির খান, সাহেদ খন্দকার, আলম, মামুন, আশিক আহমদ, এমরান আলী এনাম, মাশুক গাজী, আজিজ খান সজিব, রাসেল আহমদ, ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment