সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল রবিবার দুপুরে সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত পরিদর্শন করেন। এছাড়া তিনি ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। তিনি নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কের দু’দিকে অবস্থিত বিভিন্ন ব্যবসা
প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলে যানজট নিরসনে সড়ক ও ফুটপাতের ওপর থেকে তাদের ব্যবসার সামগ্রী সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। ব্যবসায়ীরা এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সড়ক ও ফুটপাত পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রাজিক মিয়া, মো. ছয়ফুল আলম বাকের, আব্দুল মুহিত জাবেদ, দিলোয়ার হোসেন সজীব, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সোহেল আহমদ রিপন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment