আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলায় ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক ক্যাম্পেইন গত মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে ও
সংস্থার সিলেট উপ-আঞ্চলিক সমন্বয়কারী আলেয়া বেগমের পরিচালনায় ক্যাম্পেইনে তৃণমূল পর্যায়ের নারী-জনপ্রতিনিধিগণ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী প্রগতিশীল নারীরা অংশ গ্রহণ করেন। ক্যাম্পেইনে নারী নেতৃত্ব বৃদ্ধিতে করণীয় বিষয় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ততা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। আলোচনায় অংশ নেন- সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদিকা এডভোকেট সালমা সুলতানা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিণ আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা-শাহিনা আক্তার, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর। বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment