সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, উন্নয়নের ধারা বজায় রাখতে মহাজোট সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। কারণ বিগত দিনে বিএনপি জোট সরকার উন্নয়নের নামে যে লুটপাট করেছিল তার জবাব সঠিক উন্নয়নের মাধ্যমে আওয়ামীলীগ সরকার দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের যে ছোয়া লেগেছে বিরোধী দল দেখে তা সহ্য করতে পারছে না।
গত ১৮ অক্টোবর রাতে সিলেট সদর উপজেলা কান্দিগাও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী হানিফ আলীর সভাপতিত্বে ও সেলিম আহমদ-এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউপি চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি মো: সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড মেম্বার আওয়ামীলীগ নেতা মো: আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওস্তার আলী, ফয়ছল আহমদ, হাজী নুর মিয়া, আব্দুল কাদির, সুমন মিয়া, মোশাহিদ আলী, নজরুল ইসলাম, আলী আশরাফ, কয়েছ আহমদ, শাহবাজ আহমদ, তজ্জমুল আলী, তমিজ উল্লাহ, বারিক উল্লাহ, মনির মিয়া, আবুল মিয়া, মন্তাজ আলী, মানিক মিয়া, আব্দুস সাত্তার, মন্তাজ আলী, সমুজ আলী প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, একটি সরকার ৫ বছরের জন্যে ক্ষমতায় এসে উন্নয়নের একটি ধারা সৃষ্টি করে। আওয়ামীলীগ সেই ধারা সৃষ্টি করেছে এবং এই ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনা প্রয়োজন। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের নামে দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে জনগণ তা প্রতিহত করবে। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। যারা সংঘাত ও রাজনীতির পথ বেছে নিয়েছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে।
এদিকে হাজী নূর মিয়াকে সভাপতি ও আব্দুল কাদিরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি
উন্নয়নের ধারা বজায় রাখতে মহাজোট সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে
Sunday, October 20, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment