অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সৈয়দ আশরাফের মিন্টো রোডের বাসায় চিঠিটি পৌঁছে দেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল।
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ওই চিঠিটি হুবহু তুলে ধরা হলো।
তারিখ: ২২ অক্টোবর ২০১৩ইং
জনাব সৈয়দ আশরাফুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী লীগ
ঢাকা।
জনাব,
আসসালামু আলাইকুম।
গত ২১.১০.১৩ইং তারিখে সংসদে বিরোধীদলীয় নেত্রী, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর বিবেচনার জন্য সাংবাদিক সম্মেলনে উপস্থাপন করেছেন। প্রস্তাবের অংশটুকু আপনার নিকট পাঠালাম।
এ বিষয়ে অবিলম্বে আলোচনা শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ভারপ্রাপ্ত মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি
চিঠিতে ফখরুল যা লিখেছেন
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment