আমাদের সিলেট ডটকম:
সিলেটের দৰিণ সুরমায় বাসার কেয়ারটেকারকে মারধর, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মাদক ব্যবসায়ী কানা তাজু ও সন্ত্রাসী মন্টুসহ ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। দৰিণ সুরমা ঝালোপাড়া চাঁদনীঘাটের মৃত আব্দুল খালিকের পুত্র ও সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাঃ’র স’ায়ী সদস্য এবং সিলেট আন্তঃজেলা চেয়ারকোচ ও বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক এমএ ছত্তার মামুন বাদি হয়ে কেয়ারটেকাকে মারধর,ভাংচুর ও ভাড়াটিয়াদের মালামাল লুটপাটের অভিযোগ এনে দৰিণ সুরমা থানায় এ মামলাটি দায়ের করেন। নং- ৮ (০৭)১৪।
মামলার আসামীরা হচ্ছে- দৰিণ সুরমা ঝালোপাড়া চাঁদনীঘাটের সন্ত্রাসী মন্টু মিয়া (৩৮), একই এলাকার মাদক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী তাজু ওরফে কানা তাজু (৩৫), স্বপন (২০) ও আঙ্গুরী বেগম (৫৫)।
মামলা সুত্রে জানা গেছে, ঝালোপাড়া স্কুল রোডের ৬৪ নম্বর মিয়াবাড়ী নামে পরিচিত মৌরশীবাড়ীর মালিক এমএ ছত্তার মামুন। ব্যবসায়ী কানা তাজু ও সন্ত্রাসী মন্টু মিয়াসগ তাদেও গংরা ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার আস্তানা গড়ে তুলার পায়তারা করে আসছিল। তার বড়খোল বাড়ির কেয়ারটেকার আজাদ তাদের এমন কার্যকলাপে বাধা দিতে থাকেন। গত ৭ জুলাই রাত ৯ টার দিকে সন্ত্রাসী মন্টু ও মাদক ব্যবসায়ী কানা তাজুসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সঞ্জিত হয়ে বাসার সামনের ২টি সাইনবোর্ড ভাংচুর করে আজাদকে মারধর করে তার সাথে থাকা একটি স্বর্নের চেইন, বাসা ভাড়া উঠানো নগদ সাড়ে ২৬ হাজার টাকা ও একটি নতুন মোবাইলসেট লুট করে নিয়ে যায়। এর পর সন্ত্রাসীরা তার ভাড়াটেদের আবাহপত্র ভাংচুর লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কেয়ারটেকার আজাদকে উদ্ধার করে প্রাইভেট একটি ক্লিনিকে তাকে ভর্তি করেন।
ভাংচুর লুটপাটের ঘটনায় সিলেটে মাদক ব্যবসায়ী কানা তাজু ও সন্ত্রাসী মন্টুসহ ৫ জনের বির্বদ্ধে মামলা
Tuesday, July 22, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment