ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়-ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

Thursday, July 24, 2014


সিলেট মহানগর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেছেন, ইসরাইল কর্তৃক স্বাধীন ফিলিস্তিন ভু-খণ্ডের গাজা উপত্যকায় নিরীহ মুসলমানদের উপর জঘন্যতম নির্যাতন ও বর্বর গণহত্যা চালাচ্ছে। কোরআন নাযিলের পবিত্র মাসে এই নৃশংসতা চললেও জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব সম্প্রদায় নীরব। ফিলিস্তিনের ধ্বংসলীলা নিয়ে এমনকি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর নীরবতা মুসলমানদেরকে আশাহত করেছে। নিরীহ শিশু ও নারীদের উপর ইসরাইলি জায়ান্টদের নৃশংস তাণ্ডব আর চলতে দেয়া যায় না। মুসলিম বিশ্বকে গাজায় ইসরাইলি নৃশংসতা, বর্বরতা ও আগ্রাসনের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়-ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার ২৪ জুলাই দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহনগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।






Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License