আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর বন্দরবাজারস্থ দি সিটি ব্যাংক শাখা থেকে জাল চেক দিয়ে টাকা উত্তোলনকালে এক প্রতারককে আটক করেছে পুলিশ। তার নাম- আবুল কালাম (৩৫)। সে মৌলভীবাজারের বড়লেখা থানার পাকশাইল গ্রামের মৃত মোকদ্দস আলীর পুত্র। বর্তমানে সে নগরীর রায়নগর ১১৪ নং বাবুল মিয়ার বাসার নীচ তলার ভাড়াটে।
পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে আবুল কালাম বন্দরবাজার দি সিটি ব্যাংক থেকে জাল চেক দিয়ে অন্যের (একাউন্ট নং-১১০১১১২০৯৭০০১) একাউন্ট থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করতে যায়। সেখানে ব্যাংকের কর্মকর্তা উক্ত চেক পর্যালোচনা করে সন্দেহ হলে ব্যাংকের ইউ.ভি মেশিনের মাধ্যমে চেকটি জাল ধরা পড়ে। তখন ব্যাংকের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দন করেন।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার জানান, জাল চেকটি উপসি’ত সাৰীদের সামনে জব্দ করা হয়েছে। ধৃত আসামী আবুল কালামের বির্বদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। তবে মামলাটির ধারা দুনীতি দমন কমিশনের তপশীলভূক্ত হওয়ায় সিলেট দুদকের উপ-পরিচালক মামলাটির তদন্তের ব্যবস’া করবেন। গতকাল আটককৃত প্রতারক আবুল কালামকে আপাতত ফৌদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেটে জাল চেক দিয়ে টাকা উত্তোলন কালে প্রতারক আটক
Wednesday, July 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment