আমাদের সিলেট ডটকম: ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস বলেছেন, বিএনপিতে একটি মাত্র গ্রুপ আছে। আর যে গ্রুপটি আছে সেটি হলো বেগম খালেদা জিয়ার গ্রুপ। এর বাইরে কোনো গ্রুপ নেই। বুধবার রাজধ্নাীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বয়াক কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাস কোনো গ্রুপ তৈরি করেনি। যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা অন্য কেউ তৈরি করেছে। বিএনপিতে একটি গ্রুপ ছাড়া অন্য কোনো গ্রুপ নেই। আব্বাস বলেন, ঈদের পরে খালেদা জিয়ার ঘোষিত সরকার বিরোধী আন্দোলন আমাদের ঈমানি দায়িত্ব। তাই আমরা ঈদের পর মহানগরের প্রতিটি থানা-ওয়ার্ড ঢেলে সাজিয়ে রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। মহানগর বিএনপির কমিটি নিয়ে আওয়ামী লীগের মন্তব্য প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, কমিটি দেখে আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা উল্টা-পাল্টা কথা বলছে। ‘অনেকের ধারণা হাবিব উন নবী খান সোহেলকে আপনি মেনে নিতে পারছেন না’ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আব্বাস বলেন, এটা আপনারা সোহেলের কাছ থেকে শুনুন। পরে এ প্রসঙ্গে সোহেল বলেন, মির্জা আব্বাস আমার বড় ভাই। আমাদের দুই ভাইয়ের মধ্যে কোনো বিরোধ নেই। ভাই আমাকে যথেষ্ট ভালোবাসেন। ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে বৈঠকের বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া প্রমুখ। এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় নবগঠিত কমিটি নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুলদিয়ে শ্রদ্ধা জানানেরও কথা রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment