আমাদের সিলেট ডটকম :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তিন যুবককে খুন করে তাদের মৃতদেহ ঢাকা-সিলেট রেল লাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতরা হচ্ছেন- উপজেলার নোয়াপাড়া গ্রামের শিপন (২৫) ও বুটলা (২৮)। অপরজনের নাম জানা যায়নি। বুধবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে মৃতদেহ তিনটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ ।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশন পুলিশ সূত্রে জানা গেছে, ধারণা করা হচ্ছে তাদের দূরে কোথাও হত্যা করে লাশগুলো রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে। বুধবার সকালে স্থানীয় লোকজন স্টেশন পৱাটফর্মের প্রায় ২শ’ গজ উত্তরে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে হত্যার পর তাদের লাশ এখানে কেউ ফেলে গেছে। অথবা এমনও হতে পারে, তারা ট্রেনে কাটা পড়েছেন। তবে প্রকৃত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে পুলিশ জানায়।
মাধবপুরে রেললাইনের উপর থেকে ৩ যুবকের লাশ উদ্ধার
Wednesday, July 23, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment