আমাদের সিলেট ডটকম :
আজ পবিত্র জুমাতুল বিদা। মুসলিম উম্মাহের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন জুমআতুল বিদা সারা মুসলিম বিশ্বের ন্যায় সিলেটের ধর্মীয় ভাবগাম্ভীর্যে আজ পালিত হয়েছে। আজ পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে সিলেট নগরীসহ বিভাগের প্রত্যেক মসজিদে মুসলিৱদের উপচে পড়া ভিড় লক্ষ্যে করা যায়। নামাজ শেষ প্রতি মসজিদে দেশ-জাতি ও মুসলিৱম বিশ্বের উপর সব ধরণের অপশক্তি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
উলেৱখ্য, মাহে রমজানের শেষ শুক্রবার অর্থাৎ জুমআতুল বিদা মুসলিম দেশসমূহে ‘আল কুদস’ দিবস হিসাবেও পালিত হয়। পবিত্র নগরী জেরুজালেমের ওপর ফিলিস্তিনের মুসলমানদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক এই দিবস। বর্তমানে সেখানে ইসরাইলি আগ্রাসন চলছে। এই কুদস দিবসও জুমাতুল বিদার তাৎপর্যকে নতুন মাত্রা দান করেছে।
পবিত্র জুমাতুল বিদা ও ‘আল কুদস’ দিবস পালিত
Friday, July 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment