লন্ডন প্রতিনিধি : আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের নিশ্চয়তা বিধানে আমরা কাজ করছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আমাদের সময়ে জিডিপি ৬% করা সম্ভব হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একশ নব্বই ডলালে। ২০০৮ সালের নির্বাচনের সময় ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে আমাদের টার্গেট ছিল বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা। এখনকার লক্ষ্য হচ্ছে, ২০৪১ সালের ভেতর বাংলাদেশ হবে বিশ্বের একটি অন্যতম ধনী দেশ। এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগোচ্ছি।
মঙ্গলবার ২২ জুলাই লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম সরকার। গত নির্বাচনে শতকরা ৪০ ভাগ মানুষ ভোট দিয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় : লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Wednesday, July 23, 2014
Labels:
# বাংলানিউজ আপডেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment