সৌদিতে জিয়া পরিবারের মিলনমেলা

Sunday, July 20, 2014

শীর্ষ নিউজ,ঢাকা : ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার স্থানীয় সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে মদিনার আমির মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান তিনি।


এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অ্যামিরাটস এয়ার লাইন্সের একটি বিমানে করে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।


বিএনপি সূত্র জানায়, সৌদি বাদশার বিশেষ আমন্ত্রণে ওমরাহ এবং মহানবী হযরত মোহাম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারাত করতে মদীনায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান। তাদের সঙ্গে রয়েছেন তারেকের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান।


এর আগে লন্ডন থেকে স্ব-পরিবারে দুবাই আসেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে তার মায়ের সঙ্গে একই ফ্লাইটে মদীনায় আসেন তিনি।


সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হওয়ায় রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানসহ তার সফরসঙ্গিরা সৌদি আরবে অবস্থান করবেন।


খালেদা জিয়ার সফর সঙ্গী হিসেবে আরো রয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ নুরু, বিএনপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়াপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License