মদিনায় ইফতার করলেন তারেক-পার্থ-মাসুদ সাঈদী

Monday, July 21, 2014

শীর্ষ নিউজ: পবিত্র মদিনা শরীফে একসঙ্গে ইফতার করলেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে মাসুদ সাঈদী।


রোববার মসজিদে নববীতে একসঙ্গে ইফতার করেন তারা। এর আগে আসরের নামাজ আদায় করে ইফতারের আগ পর্যন্ত একসঙ্গেই ছিলেন তারা।


প্রবাসী বিএনপি’র এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।


এছাড়া তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন পার্থ এবং মাসুদ সাঈদী।


ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।


ইফতারে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি’র সভাপতি আহমেদ আলী মুকিবসহ অসংখ্য প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, একই সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত মোহাম্মদ (স.) এর রওজা জিয়ারত শেষে মসজিদে নববীতে নারীদের সংরক্ষিত স্থানে ইফতার করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License