সিলেটে ফের অপহরণ অতপর লাশ উদ্ধার ॥ উদ্বেগ আর আতংকে সিলেটবাসী

Friday, July 25, 2014

আমাদের সিলেট ডটকমঃ

অপহরণের চার দিন পর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র খালেদ আহমদের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের কুরকুরি খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত খালেদ গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের মো. ছলৱুছ মিয়ার ছেলে।

দিনের পর দিন শান্তি নগরী সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন এ অঞ্চলের বাসিন্দারা। একেরপর এক অপহরণ-গুম-হত্যা আর ছিনতাইয়ের মতো ঘটনায় আতংকে দিন কাটাচ্ছেন লন্ডন প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের জনপদ।

জানা যায়, গত ২১ জুলাই সকালে নিহত খালেদ ও তার খালাতো ভাই জহিরুল ইসলাম জহিরকে সিলেট মহানগরীর করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে অপহরণ করে দুর্বৃত্তরা। মাইক্রোবাসে করে তারা তাদেরকে বিয়ানীবাজার উপজেলার রামধাবাজার চন্দগ্রামের কবির আহমদের বাড়িতে নিয়ে যায়। অপহরণকারীরা সেখানে খালেদ ও জহিরের মুখ-হাত-পা বেঁধে রাখে। এ সময় অপহরণকারীরা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নিহতের পরিবারের কাছে। একপর্যায়ে দর কষাকষিতে তা ৫ লাখে ঠিক হয়। খালেদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা এনে দেওয়ার জন্য জহিরকে ছেড়ে দেয় অপহরণকারীরা। ছাড়া পেয়ে জহির বিষয়টি পরিবারের লোকজনকে জানালে বিয়ানীবাজার থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ জহিরকে সঙ্গে নিয়ে কবিরের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণের সঙ্গে জড়িত কবিরের ফুফাতো ভাই মুমিত আল মাহমুদকে গ্রেফতার করে।

বিয়ানী বাজার থানা সূত্রে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে লোমহর্ষক এ ঘটনায় খালেদ ও জহিরের পরিবার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও এসএমপি’র কোতোয়ালি থানায় মামলার জন্য গেলেও কোনো থানাই মামলা নেয়নি বলে অভিযোগ করে খালেদের পরিবার।

খালেদ অপহরণের পর ফেঞ্চুগঞ্জ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তবে ঘটনাস্থল গোলাপগঞ্জ না হওয়ায় এ বিষয়ে তাদের কিছু করার নেই বলে জানায় গোলাপগঞ্জ থানার অপর এক সূত্র।

ফেঞ্চুগঞ্জ থানা থেকে জানা গেছে, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে কুশিয়ারা নদীর শাখা কুরকুরি খাল থেকে খালেদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিগত ক’দিনে সিলেটে মাত্রাতিরক্তি হারে বৃদ্ধি পায় ছিনতাই। পুলিশসহ আইন শৃঙ্খলা রৰাকারী বাহিনীর হাতেও নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। এরকম পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। ছাত্র রাজনীতির অস্ত্রের মহড়া আর খুন-গুম-অপহরেণর ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।


khaled2





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License